Sunday, May 19, 2024
বাড়িরাজ্যকৃষি ও হর্টিকালচারে কর্মরত চুক্তি ভিত্তিক সিজনাল শ্রমিকদের মজুরি বৃদ্ধির ঘোষণা

কৃষি ও হর্টিকালচারে কর্মরত চুক্তি ভিত্তিক সিজনাল শ্রমিকদের মজুরি বৃদ্ধির ঘোষণা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ এপ্রিল : নাগিছাড়াস্থিত হর্টি রিসার্স সেন্টারে কর্মরত গ্রুফ-ডি কর্মী, নিয়মিত কর্মী, অনিয়মিত কর্মী ছাড়াও চুক্তি ভিত্তিক কিছু কর্মী রয়েছে। কৃষি দপ্তরের অধিন ত্রিপুরা রাজ্যে চুক্তি ভিত্তিক কর্মী রয়েছে ১ হাজার ৩২১ জন। তার মধ্যে কৃষি বিভাগে কর্মরত রয়েছে ৭১৫ জন এবং হর্টিকালচারে রয়েছে ৬০৬ জন। তাদের মজুরি প্রদান করা হয় ভাউচার বিলের মাধ্যমে।

 কাজ অনুসারে তাদের মজুরি খুবই কম। তাদের দৈনিক মজুরি কোন জায়গায় ২২৬ টাকা, আবার কোন জায়গায় ৩২৩ টাকা। কোথাও কোথাও ৩০০ টাকা করে দৈনিক মজুরি দেওয়া হয়ে থাকে। এই বিষয়টি নিয়ে দপ্তরের আধিকারিকদের সাথে বৈঠক করেন মন্ত্রী রতন লাল নাথ। বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ কড়া হয় এখন থেকে সকল চুক্তি ভিত্তিক শ্রমিক অর্থাৎ সিজনাল শ্রমিকদের দৈনিক মজুরি ৩৮৫ টাকা করে প্রদান করা হবে। ১ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সোমবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। মন্ত্রী রতন লাল নাথ আরও জানান রাজ্যে বর্তমানে খাদ্য শস্যের চাহিদা রয়েছে ৯ লক্ষ ৩৭ হাজার মেট্রিক টন। রাজ্যে উৎপাদন হয় ৮ লক্ষ ৭১ হাজার মেট্রিক টন। গত ৫ বছরে ২১ হাজার মেট্রিক টন উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলেও জানান মন্ত্রী রতন লাল নাথ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য