স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ ডিসেম্বর : বৃহস্পতিবার এন ই জেড সি সি-র উদ্যোগে এবং তথ্য সংস্কৃতি দপ্তরের সহায়তায় লঙ্কামুড়ার আল্পনা গ্রাম স্থিত সুরেন্দ্র দেবনাথ কমিউনিটি হলে বর্ডার এরিয়া পোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুরদার, বিধায়ক ডাঃ দীলিপ দাস, এন ই জে ড সি সি-র সদস্য সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা।
আল্পনা গ্রামের মানুষের মেধা যাতে কোন অবস্থায় নষ্ট না হয় তার আহ্বান জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। মেধাকে পুজি করে কিভাবে এই এলাকার মানুষকে আর্থ সামাজিক দিক থেকে কিভাবে সহযোগিতা করা যায় সেই বিষয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনাক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। আগে লঙ্কামুড়া গ্রামকে দেশের মানুষ চিনত না। বর্তমানে সমস্ত অংশের মানুষ এসে নতুন অভিজ্ঞতা সঞ্চয় করে যাচ্ছে বলেও জানান তিনি। বৈচিত্রের মধ্যে ঐক্যের ভীত পৃথিবীর মধ্যে ভারতবর্ষকে মহান করে তুলেছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন অরুনাচল প্রদেশ, আসাম, ঝাড়খন্ড, মণিপুর , ওড়িশ্যা এবং রাজ্যের শিল্পীরা তাদের শিল্পকলি তুলে ধরেন। তাদের সংবর্ধিত করা হয় এদিন। এবং এই গ্রামে দিকে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেন তিনি।