Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যপানীয় জলের সংকটে বিক্ষোভ প্রামিলা বাহিনীর

পানীয় জলের সংকটে বিক্ষোভ প্রামিলা বাহিনীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ এপ্রিল : সংবাদ মাধ্যমকে ডেকে নিয়ে কাজ দেখাতে পর্যালোচনার বৈঠক করেছেন মন্ত্রী। আর গ্রাম পাহাড়ে পানীয় জলের সংকটে হাহাকার করছে সাধারণ মানুষ। দিকে দিকে নামছে সংশ্লিষ্ট দপ্তরের অফিস তালা দিতে। আর শীত তাপ নিয়ন্ত্রিত কক্ষ থেকে বসে বাহাবা কুড়াচ্ছেন দপ্তরের অভিভাবক অর্থাৎ মন্ত্রী মশাই। উল্লেখ্য, সোমবার পানীয় জলের জন্য প্রামিলা বাহিনী ডি ডব্লিউ এস দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয়। অভিযোগ গন্ডাছড়া মহকুমার শহর সংলগ্ন এলাকা দীর্ঘ ছয় মাস ধরে পানীয় জল নেই।

গন্ডাছড়া মহকুমার ষাট কার্ড ভিলেজের এবং হরিপুর ভিলেজের প্রমিলা বাহিনী বহুবার দপ্তরের আধিকারিক থেকে শুরু করে এলাকার বিধায়ক এবং মহকুমা শাসককে অবগত করেছেন। কিন্তু সমস্যার সমাধান হয়নি। যার কারণে কিছুদিন আগেও তারা রাস্তা অবরোধে সামিল হয়। তখন প্রশাসনের পক্ষ থেকে পনের দিনের সময় বেঁধে দিয়ে বলেন সমস্যার সমাধান করা হবে। অথচ এখনো তাদের গন্ডাছড়া ডি ডাব্লু এস এর প্ল্যান থেকে নদীর কাদা মাখানো নোংরা জল খেতে হচ্ছে। যা ব্যবহারের উপযুক্ত নয়। আর এই জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছে গ্রামবাসী। তাই গ্রামবাসী বাধ্য হয়ে গন্ডাছড়া মহাকুমার ষাটকার্ড ডিডাব্লিউএস অফিসে তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে ছুটে আসে প্রশাসনিক অধিকারিকেরা। কিন্তু পূর্বের মতোই আবারও ১৫ দিনের সময় সীমা বেঁধে দিয়ে গা বাঁচালেন প্রশাসনিক আধিকারিকেরা। খুলে দেওয়া হয় তালা। এখন দেখার দ্বিতীয়বার দেওয়া আশ্বাস কতটা রক্ষা করেন সংশ্লিষ্ট দপ্তরের বাবুরা। তবে এ খবর কতটা দপ্তরের অভিভাবকের কানে পৌঁছাবে সেটাও এখন বড় বিষয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য