স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ এপ্রিল : রবিবার সন্ধ্যা ৮ নাগাদ উদয়পুর মাতাবাড়ি স্কুলের সামনে দ্রুত গতিতে থাকা বাইক দুই পথচারীকে ধাক্কা দেয়। ঘটনায় মৃত্যু হয় একজনের এবং আহত হয় অপর একজন পথচারী। আহত সঞ্জীব দেবনাথ বয়স ২৩ বছর। এবং দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম রবীন্দ্র পাল। বয়স ৬৭ বছর। বাড়ি মাতাবাড়ি এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, উদয়পুর মাতারবাড়ি এলাকায় বাজার করে যাওয়ার সময় মাতাবাড়ি স্কুলে সামনে দ্রুতগতিতে থাকা একটি বাইক দুজনকে ধাক্কা দেয়। পরে বাইক আরোহী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা ঘটনা দেখতে পেয়ে দমকল কর্মীদের খবর দেয়। আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময় আর কে পুর থানার পুলিশ গোমতি জেলা হাসপাতালে এসে ঘটনার তদন্ত শুরু করে। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া বাইক আরোহীকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ। সোমবার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।