Wednesday, March 26, 2025
বাড়িরাজ্যআগামীকাল মঙ্গলবার থেকে আগরতলার এমবিবি বিমানবন্দরে ফের চালু হবে প্রিপেইড অটো পরিষেবা...

আগামীকাল মঙ্গলবার থেকে আগরতলার এমবিবি বিমানবন্দরে ফের চালু হবে প্রিপেইড অটো পরিষেবা : সুশান্ত

আগরতলা, ২৪ এপ্রিল (হি.স.) : মহারাজা বীরবিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরে আগামীকাল মঙ্গলবার থেকে পুনরায় চালু হচ্ছে প্রিপেইড অটো পরিষেবা। আজ বিমানবন্দরে বৈঠকের পর এ-বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী। আজ তিনি বিমানবন্দর কর্তৃপক্ষ এবং অটো চালক প্রতিনিধিদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। তাতে তিনি কড়া বার্তা দিয়েছেন, ত্রিপুরার সুনাম নষ্ট হোক এমন কোনও কাজ বরদাস্ত করা হবে না। প্রয়োজনে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।

প্রসঙ্গত, বিভিন্ন সময়ে আগরতলায় মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে আসা রাজ্যের এবং বহিঃরাজের যাত্রীদের কতিপয় অটোচালকের হাতে হেনস্থার শিকার হতে হয়েছে। ওই ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত এবং দুর্ভাগ্যপূর্ণ বলে মনে করেন পরিবহণ মন্ত্রী। এমন-কি কতিপয় অটোচালকের দৌরাত্ম্যের কারণে বহিঃরাজ্য থেকে ত্রিপুরায় ভ্রমণে আসা পর্যটকরা বিভিন্ন সময় শারীরিকভাবেও লাঞ্ছনার শিকার হয়েছেন! যা কোনওভাবেই কাঙ্খিত নয়, উষ্মা প্রকাশ করেছেন তিনি।

তাই এই সমস্যা থেকে উত্তরণে এবং এর চিরস্থায়ী সমাধানের জন্য আজ আগরতলা বিমানবন্দরের পুরনো যাত্রী টার্মিনাল ভবনের কনফারেন্স হলঘরে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এক উচ্চস্তরীয় বৈঠকে পৌরোহিত্য করেন পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী। ওই বৈঠকে বিভিন্ন শ্রমিক সংগঠন ও অটো চালক প্রতিনিধিদের ত্রিপুরার সুনাম নষ্ট না করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

এদিনের বৈঠকে অটো চালকদের প্রতিনিধিদের তরফ থেকে উত্থাপিত সমস্যাগুলি সম্পর্কে অবগত হয়েছেন এবং সেগুলোর সমাধানে তাদেরকে আশ্বাস প্রদান করেছেন পরিবহণ মন্ত্রী। আজকের বৈঠকে প্রশাসনের তরফ থেকে আগরতলা বিমানবন্দরে যাত্রী পরিবহণের সাথে যুক্ত সংশ্লিষ্ট সকলকে কঠোর বার্তা দিয়ে পরিবহণ মন্ত্রী বলেছেন, ত্রিপুরার সুনাম কোনওভাবেই ক্ষুণ্ণ হতে দেওয়া হবে না। নিকট ভবিষ্যতে যদি আবারো কোনও যাত্রীকে বিমানবন্দরে হেনস্থার অভিযোগ উঠে তা-হলে প্রশাসন কড়া পদক্ষেপ নেবে।

আজকের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের পরিবহণ ও পর্যটন দফতরের সচিব উত্তমকুমার চাকমা, পরিবহণ কমিশনার সুব্রত চৌধুরী, আগরতলা বিমানবন্দরের অধিকর্তা কৈলাসচন্দ্র মিনা, ত্রিপুরা পুলিশের আইজি (ক্রাইম ও ইন্টিলিজেন্স) এল ডার্লং, পর্যটন অধিকর্তা তপনকুমার দাস, বিমানবন্দরের নিরাপত্তার সাথে সম্পৃক্ত সিআইএসএফের মেজর ধর্মেন্দ্র সাঁই সহ অন্যান্য আধিকারিকরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য