স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ এপ্রিল : সোমবার থেকে উমাকান্ত একাডেমিতে শুরু হয়েছে এনএসএস -এর বিশেষ শিবির। এদিন শিবিরের শুভ উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। তিনি শিবিরের উদ্বোধন করে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রেখে বলেন, এন এস এস শিবির করার মূল উদ্দেশ্য হলো ছাত্র-ছাত্রীদের অন্যের জন্য তৈরি করা। মানুষ কোন একটু সমস্যা পরলে তাকে কিভাবে সেই সময় রক্ষা করা যায় তার জন্য এন এস এস অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এই শিবিরের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের সমাজের প্রতি দায়বদ্ধ করা হয়। যেমন বৃক্ষরোপণ, পরিবেশকে সুষ্ঠু এবং নির্মল রাখতে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। পাশাপাশি যে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয় এতে করে ছাত্রছাত্রীদের মানসিকতার বিকাশ হয়। এ ধরনের দায়বদ্ধতার প্রতি ছাত্রছাত্রীদের নিযুক্ত করার মূল উদ্দেশ্য হলো তারাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই আগামী দিন সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবে বলে জানান মেয়র দীপক মজুমদার। এই শিবির সাত দিনব্যাপী চলবে। আয়োজিত শিবিরে ছাত্রছাত্রীদেরও উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।