স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ এপ্রিল : সোমবার থেকে শুরু হয়েছে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের পঠন পাঠন। গত ১৪, ১৫ এবং ১৭ এপ্রিল অস্বাভাবিক তাপ প্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল।
ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের উপর যাতে কোন ধরনের প্রভাব না পড়ে তার জন্য মুখ্যমন্ত্রী ১৭ এপ্রিল শিক্ষা দপ্তর এবং আবহাওয়া দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেন ছয়দিনের জন্য বিদ্যালয় ও কলেজগুলি বন্ধ রাখার। পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত হয়েছিল অতিরিক্ত তাপ প্রবাহের কারণে ১৮ ই এপ্রিল থেকে ২৩ শে এপ্রিল পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় বন্ধ রাখার। পাশাপাশি বেসরকারি বিদ্যালয়গুলি পর্যন্ত বন্ধ রাখতে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সে অনুযায়ী বন্ধ ছিল। সোমবার থেকে আবারো খুলে দেওয়া হয়েছে সমস্ত বিদ্যালয় এবং কলেজ। সকাল থেকে দেখা যায় বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের উপস্থিতি হার লক্ষণীয়।