আগরতলা , ২৪ এপ্রিল (হি.স.): আগামী চার মাসের জন্য সোমবার ১৪২ কোটি ১০ লক্ষ টাকার ভোট অন একাউন্ট পেশ করেছে আগরতলা পুর নিগম। আগামী ২৬ এপ্রিল তা গৃহীত হবে বলে জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
তাঁর কথায়, ২০২৩-২৪ অর্থ বছরের প্রথম চার মাসের জন্য ত্রিপুরা সরকার ভোট অন একাউন্ট পেশ করেছে।সেই মোতাবেক পুর নিগমও আগামী চার মাসের জন্য ভোট অন একাউন্ট পেশ করেছে। ত্রিপুরা সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করার পুর নিগমও সেই ব্যবস্থা করবে।তিনি এদিন বলেন, চার মাসের জন্য ১৪২ কোটি ১০ লক্ষ টাকা ভোট অন একাউন্ট আজ পেশ করা হয়েছে। এক্ষেত্রে ওই চার মাসে পুর নিগমের আয় ১৪১ কোটি ৮৮ লক্ষ ৯৩ হাজার টাকা হবে বলে অনুমান করা হচ্ছে।ঘাটতি থাকবে ২১ লক্ষ ৫২ হাজার টাকা।
তাঁর মতে, পূর্ণাঙ্গ বাজেটে ঘাটতি থাকবে না। কারণ পুর নিগমের বিভিন্ন আয়ের মাধ্যমে তা পূরন হয়ে যাবে। তাঁর দাবি, ভোট অন একাউন্টে বরাদ্দ অর্থে শহরবাসীর উন্নয়ন এবং পরিবেশকে সুন্দর, স্বচ্ছ ও যানজট মুক্ত করার লক্ষ্যে পুর নিগম কাজ করবে। সাথে তিনি যোগ করেন, নতুন করে রাস্তা সংস্কার ও ড্রেন নির্মান করা হবে। হিন্দুস্থান সমাচার/তানিয়া/সন্দীপ