স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ ডিসেম্বর : ছুরির আঘাতে খুন এক ব্যক্তি। ঘটনা বুধবার রাতে দুর্গা চৌমুহনি এলাকায় এক যুবককে ছুরি দিয়ে আঘাত করে অপর যুবক। পরে স্থানীয়রা ছুরিকাঘাত যুবককে উদ্ধার করে প্রথমে আই জি এম হাসপাতালে নিয়ে যায়।
সেখান থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসার জন্য জিবি হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই ব্যক্তি। মৃত ব্যক্তির নাম বিজয় দাস(২০)। বাড়ি ভাটি অভয়নগর। পেশায় দুর্গা চৌমুহনী বাজারের মাংস বিক্রেতা। এদিকে অভিযুক্ত যুবক বিশাল ঋষি দাসকে আটক করে স্থানীয়রা। বাড়ি ভাটিঅভয় নগর ঋষি কলোনি।
উত্তর মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। তবে গনপ্রহারে আহত হয়ে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত বিশাল ঋষি দাস। মৃতের পরিবারের তরফ থেকে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায় ঘটনার খবর পেয়ে এলাকায় গিয়ে দেখতে পায় দুই যুবক রাস্তার পাশে পড়ে রয়েছে। সেখান থেকে বিজয় দাসকে আই জি এম ও পরে জিবিতে স্থানান্তর করা হয়। পরে মৃত্যু হয় বিজয় দাসে। মৃত যুবকের বাদিকের পেটে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের সদস্যদের অভিযোগ ছুরি দিয়ে আঘাত করেছে বিশাল ঋষি দাস। তবে কি নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়েছে তা স্পষ্ট নয়। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।