স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ এপ্রিল : ছাত্র- ছাত্রী- যুবদের মধ্যে ড্রাগসের ভয়াবহতা বেশি। তাই এসব বন্ধ করতে ছাত্র- ছাত্রীদের এগিয়ে এসে পুলিশকে সহযোগিতা করতে হবে। শুক্রবার রাজধানীর সখীচরণ বিদ্যানিকেতনে জাতীয় সেবা প্রকল্পের এক অনুষ্ঠানে একথা বললেন সদরের ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাশগুপ্ত। জাতীয় সেবা প্রকল্পের সাত দিন ব্যাপী বিওসেস শিবির শুরু হয়েছিল ।
রক্তদান সহ বিভিন্ন সামাজিক কর্মসূচী নেওয়া হয়েছিল শিবিরে।শুক্রবার এর সমাপ্তি অনুষ্ঠান হয় মাস্টার পাড়া স্থিত গীতাভবনে।উপস্থিত ছিলেন সদরের ভারপ্রাপ্ত মহকুমা পুলিস আধিকারিক আশীষ দাশগুপ্ত, প্রধান শিক্ষক শুভাশিস বিশ্বাস , এন এস এস প্রোগ্রাম অফিসার সহ অন্যরা। এদিন অনুষ্ঠানে দত্তক নেওয়া গ্রামের ছাত্র- ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিলি করা হয়। এদিন এস ডি পি ও-র আহ্বান, ত্রিপুরাকে ড্রাগ মুক্ত করার বার্তা যাতে তারা পড়ুয়ারা সর্বত্র নিয়ে যায়।