Sunday, May 28, 2023
বাড়িরাজ্যযুবকের মৃতদেহ উদ্ধার

যুবকের মৃতদেহ উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ এপ্রিল : উদয়পুর জামজুরি রেল ব্রিজ সংলগ্ন এলাকা থেকে সাতসকালে এক যুবকের মৃতদেহ উদ্ধার। মৃত যুবকের নাম আতিকুল ইসলাম। বাড়ি খিলপাড়া রাজধ নগর এলাকায়। শুক্রবার সকালে স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

জানা যায় এইদিন সকালে জিমে যাওয়ার নাম করে সে বাড়ি থেকে বের হয়। পরবর্তী সময় স্থানীয়রা রেল লাইনের পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। জানা যায় মৃত আতিকুল ইসলাম নেশায় আসক্ত হয়ে পড়েছিল। সম্প্রতি নেশা মুক্তি কেন্দ্র থেকে চিকিৎসা করিয়ে তাকে বাড়িতে আনা হয়েছিল। এইদিন মৃতদেহ উদ্ধারের পর পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কি ভাবে আতিকুল ইসলামের মৃত্যু হয়েছে তা জানা যায় নি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য