Sunday, March 23, 2025
বাড়িরাজ্যপুকুর পরিদর্শনে গেলেন মেয়র

পুকুর পরিদর্শনে গেলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ এপ্রিল : শুক্রবার মেয়র দীপক মজুমদার অভয়নগর বাজার ও বাজার সংলগ্ন পুকুর পরিদর্শন যান। একই সঙ্গে বাজার সংলগ্ন পুকুরটির বর্তমান অবস্থা সম্পর্কে অবগত হন। এই বাজারের বেশ কিছু সমস্যা রয়েছে। তবে নতুন পুর নিগম গঠিত হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হয় শহরের ১০ টি বাজারের উন্নয়ন ঘটানোর। আগে যে ভাবে বাজার গুলি নির্মাণ করা হয়েছে তা সঠিক হয়নি।

ক্রেতা স্বচ্ছন্দ্যকে উপেক্ষা করা হয়েছে। বিক্রেতারাও সমস্যায় পড়ছেন। তাই বাজার গুলিকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে বলে পরিদর্শন শেষে জানান মেয়র দীপক মজুমদার। তিনি আরো জানান অভয়নগর বাজারের একটা অংশ বেদখল হয়ে গেছে। তার জন্য সার্ভের কাজ শুরু হয়েছে। সহসাই এই কাজ শেষ হবে। বেড়িয়ে আসবে সঠিক জায়গা। এরপর পাশের পুকুরটির সংস্কার করা হবে বলে জানান মেয়র দীপক মজুমদার। এদিন মেয়র ছাড়াও ছিলেন মেয়র ইন কাউন্সিলের সদস্য হীরালাল দেবনাথ, প্রদীপ চন্দ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য