Saturday, July 27, 2024
বাড়িরাজ্যব্যাম্বু মিশনের পর্যালোচনামূলক বৈঠক

ব্যাম্বু মিশনের পর্যালোচনামূলক বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ এপ্রিল : মাতা তুলে দাঁড়াচ্ছে রাজ্যের বাঁশ শিল্প। বাঁশ শিল্পকে বিশ্বের বাজারে পৌঁছে দিতে সরকার আন্তরিক। বৃহস্পতিবার আগরতলা লিচু বাগান ব্যাম্বু মিশন কার্যালয়ে এক পর্যালোচনা মূলক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রীগণ টিংকু রায় এবং সান্তনা চাকমা সহ শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসনিক অধিকারিকেরা। বাঁশ শিল্পকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আধিকারিকদের সাথে এদিন আলোচনা করেন দুই মন্ত্রী। মন্ত্রী সান্তনা চাকমা জানান, ত্রিপুরায় প্রচুর পরিমাণে বাঁশ উৎপাদন হয়। বাঁশ কাজে লাগিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি করা যায়। এবং সেই সামগ্রী দিয়ে একটি পরিবার আত্মনির্ভর হতে পারে। তাই সেদিকে গুরুত্ব দিয়ে বাঁশ উৎপাদন বৃদ্ধি করা এবং বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন সামগ্রীর পরিমাণ আরো কিভাবে বাড়ানো যায় সেদিকে গুরুত্ব দিয়ে এ পর্যালোচনা মূলক বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান মন্ত্রী সান্তনা চাকমা। এদিকে মন্ত্রী টিংকু রায় জানান, বাঁশের তৈরি বিভিন্ন সামগ্রী কেনাবেচার সাথে যারা জড়িত তাদের কোন সমস্যা রয়েছে কিনা সেই বিষয়ে পর্যালোচনা বৈঠকে আলোচনা করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য