স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ এপ্রিল : বৌদির হাতে রক্তাক্ত দেবর। ঘটনা আমতলী থানাধীন কাঞ্চনমালা এলাকায়। ঘটনার বিবরণের জানা যায় বুধবার রাতে আমতলী থানাধীন কাঞ্চনমালা এলাকার বাইক মেকানিক ঝুটন রায়কে তারই আপন জ্যাঠাতো ভাই বিশ্বজিৎ রায়ের স্ত্রী কোন এক কথা কাটাকাটি ঘিরে দেবরের মাথায় লাঠি দিয়ে দিয়ে আঘাত করে।
সঙ্গে সঙ্গেই ঝোটন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় এক ব্যক্তি বাজার থেকে আসার পথে আহত অবস্থায় রাস্তার পাশে ঝুটনকে পড়ে থাকতে দেখে। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। খবর পেয়ে আনন্দনগর থেকে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আহত ঝোটনকে কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করেন। খবর দেওয়া হয় আমতলী থানায়। তবে এই ঘটনাকে আহত ঝুটন রায়ের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে বলে জানা গেছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।