Saturday, July 27, 2024
বাড়িরাজ্যরেড পামওয়েল তৈরি হবে রাজ্যে : কৃষিমন্ত্রী

রেড পামওয়েল তৈরি হবে রাজ্যে : কৃষিমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ এপ্রিল : নাগিছড়া উদ্যান গবেষণা কেন্দ্রটি বৃহস্পতিবার পরিদর্শনে গেলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। সেখানে গিয়ে বিভিন্ন পরিকল্পনার বিষয়ে আধিকারিকদের সাথে কথা বলেন। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট দপ্তরে কাজ হলো বিশ্ব বা দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফলের বীজ সংগ্রহ করা।

 তারপর সেই বীজ গুলি নাগিছড়া উদ্যান গবেষণা কেন্দ্রে এনে গবেষণা করে দেখা হয়। যে প্রজাতির বীজ থেকে ফসল উৎপাদন হবে সেই বীজ সংগ্রহ করে রাজ্যের কৃষকদের কাছে ফসল উৎপাদন করার জন্য পাঠানো হয়। তবে আজকে পরিদর্শনের মূল উদ্দেশ্য হলো রাজ্য খাদ্য উৎপাদনে স্বয়ংভর করতে কিভাবে এগিয়ে যাওয়া যায় সে বিষয়ে নাগিছাড়া এই কেন্দ্রে পরিদর্শনে এসেছেন বলে জানান তিনি। তিনি বলেন রাজ্যের ২৪ শতাংশ কৃষি জমি। কিন্তু কম জমির মধ্যেও ত্রিপুরায় আরো কিভাবে ফসল উৎপাদন বাড়ানো যায় সে বিষয়ে প্রচেষ্টা চলছে। তিনি বলেন খাদ্য শস্য উৎপাদনে রাজ্যের চারটি জেলা স্বয়ংভর হয়ে উঠেছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ জেলা, গোমতী জেলা, সিপাহীজলা এবং ঊনকোটি জেলাও সামান্য স্বয়ংভর। মন্ত্রী আরো জানান, নাগিছড়াতে ডিপিআর তৈরি করার পরিকল্পনা রয়েছে। এবং তৈরি করা হবে হট্টি ইকো ট্যুরিজম। রেড পামওয়েল কিভাবে তৈরি করা যায়। এর জন্য নার্সারি শুরু করা হয়েছে। চারা করতে দশ মাস সময় লাগবে। প্রচুর পরিমাণে যদি এই পামওয়েল তৈরি করা যায় তাহলে বিদেশি সংস্থা ত্রিপুরা থেকে পামওয়েল রপ্তানি করবে। পাশাপাশি একটি প্রসেসিং সেন্টার তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি রাজ্যের অন্যান্য ফার্ম গুলিতে এই ধরনের পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য