স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ এপ্রিল : ত্রিপুরার পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যুবাদের উদ্বুদ্ধ করতে জি-২০ ইউনিভার্সিটি কানেক্ট হয় বুধবার ।ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এমবিবি অডিটোরিয়ামে হয় এই কানেক্ট। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল ,স্টিয়ারিং কমিটির কনভেনর ড: জয়ন্ত চৌধুরী, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গঙ্গা প্রসাদ প্রসেইন, এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সত্যদেও পোদ্দার সহ অন্যরা।
এতে আলোচনা করতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, আজকে এমন প্রধানমন্ত্রী পাওয়ায় আমদের গর্ব হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষকে বিশের মানচিত্রে সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার প্রয়াস নিয়েছেন। তিনি হলেন প্রকৃত রাজনীতি বিদ। যার মধ্যে একটাই চিন্তা- ভাবনা চেতনা যে উনি কিভাবে দেশকে স্ব- শক্তিকরণ, মজবুত করবেন। জি- ২০-কে সামনে রেখে প্রধানমন্ত্রী কিভাবে দেশকে এগিয়ে নেওয়ার এবং কিভাবে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দেশ হিসেবে আত্ম প্রকাশ করা যায় সেই সেই কাজ করে চলেছেন। অনুষ্ঠানে একথা বললেন বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল। এদিনের অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের বক্তব্যেও বিভিন্ন বিষয় উঠে আসে। এদিন ইউনিভার্সিটি কানেক্ট-এ প্রচুর ছাত্র- ছাত্রী অংশ নেন।