স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ এপ্রিল : অস্বাভাবিক তাপমাত্রার মধ্যে আইজিএম হাসপাতালে চিকিৎসা করাতে এসে রোগী এবং রোগীর পরিজনদের দুর্ভোগ চরমে। গত কয়েকদিন ধরে আইজিএম হাসপাতালের লিফট পরিষেবা নড়বড়ে হয়ে চলছিল। তাও আবার হাসপাতালে জরুরী বিভাগের দুটি লিফট। জানা যায় বুধবার সকালে জরুরি বিভাগের সামনে দুটি লিফট একসঙ্গে বিকল হয়ে পড়ে। সাথে সাথে হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করেন লিফটের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা। কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেল লিফট মেরামত করা হয়নি।
এতে করে চরম ভোগান্তির শিকার হয় হাসপাতালে আসা রোগী এবং রোগীর পরিজনেরা। ষষ্ঠ তল পর্যন্ত সিঁড়ি দিয়ে উঠানামা করতে হচ্ছে রোগীর পরিজনদের। সবচেয়ে বড় বিষয় হলো বহু রোগীকে হাসপাতালে ভর্তি করতে আনা হলে সিঁড়ি দিয়ে নিয়ে যেতে হচ্ছে পরিজনদের। মানুষের তিক্ত অভিজ্ঞতা এদিন ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এক রোগীর পরিজন জানান আই এল এস হাসপাতালে রেফার হওয়া ডায়ালাইসিস রোগীকে পঞ্চম তল থেকে কিভাবে গ্রাউন্ড ফ্লোরে নামিয়ে আনবেন সেটা বুঝে উঠতে পারছে না। নিরাপত্তা কর্মীদের কাছে জানতে চাইলে তারাও কোনো সদরোত্তর দিতে পারেনি। মাঝেমধ্যে ইঞ্জিনিয়ার সাহেব আসেন লেফট গুলি দেখতে। কিন্তু পুনরায় নষ্ট হয়ে পরছে লিফট। তবে এদিন রোগীদের দুর্ভোগ চরমে উঠেছে।