স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ এপ্রিল : পানীয় জলের দাবিতে কৈলাশহরের পূর্ব কাউলিকুড়া ১ নং ওয়ার্ড এলাকায় কুমারঘাটের মূল সড়ক অবরোধে সামিল হয় এলাকাবাসিরা। এলাকাবাসীদের অভিযোগ তারা দীর্ঘ দিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে।
ডি ডব্লিউ এস দপ্তর থেকে জল সরবরাহ করা হলেও তা পর্যাপ্ত নয়। তার উপর পাঁচ দিন ধরে এলাকায় ডি ডব্লিউ এস দপ্তর থেকে জল সরবরাহ করা হচ্ছে না। এতে করে চরম বিপাকে পড়েছে এলাকার বাসিন্দারা। তাই বাধ্য হয়ে এইদিন তারা কুমারঘাট-কৈলাসহর সড়ক অবরোধে সামিল হয়েছে। সড়ক অবরোধের ফলে রাস্তার দুই পাসে আটকে পরে ছোট বড় বহু যানবাহন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার পুলিশ। পরবর্তী সময় ঘটনাস্থলে ছুটে যায় প্রশাসনিক আধিকারিকরা। শেষ পর্যন্ত প্রশাসনিক আধিকারিকদের আশ্বাসে সড়ক অবরোধ মুক্ত হয়।