Tuesday, March 25, 2025
বাড়িরাজ্যশরবত খাওয়ালেন প্রদেশ বিজেপি-র সভাপতি

শরবত খাওয়ালেন প্রদেশ বিজেপি-র সভাপতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ এপ্রিল :  দাবদাহে নাজেহাল অবস্থা রাজ্যের মানুষ। বিগত কয়েক দিন ধরে তাপপ্রবাহের জেরে কার্যত পুড়ছে। সেই ধারা অব্যাহত থাকছে। বুধবার তাপমাত্রা ছিল ৩৮ ড্রিগ্রী সেলসিয়াস। বিশেষ করে কাজের উদ্দেশ্যে যারা বাড়ি থেকে রাস্তায় বের হচ্ছেন তারা নাস্তানাবুদ হয়ে পড়ছে। এই অবস্থায় পথ চলতি সাধারন মানুসদের মধ্যে সরবত বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে মহারাজগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী সমিতি।

এইদিন মহারাজগঞ্জ বাজারের লোটাস ক্লাব সংলগ্ন এলাকায় পথ চলতি সাধারন মানুষ ও শ্রমিকদের মধ্যে সরবত বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য জানান গরম বৃদ্ধির সাথে সাথে মুখ্যমন্ত্রী সরকারি স্কুলে ছুটি ঘোষণা করেছেন। তারপর আরক্ষা কর্মী ও ট্রাফিক পুলিশদের জন্য জলের ব্যবস্থা করা হয়েছে। এইদিন মহারাজগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পথ চলতি সাধারন মানুষ ও শ্রমিকদের মধ্যে সরবত বিতরণ করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য