স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ এপ্রিল : বুধবার নতুন দিল্লীতে কেন্দ্রীয় সরকারের রেল তথা যোগাযোগ এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে সাক্ষাৎ করে তাঁকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী। এরপর ত্রিপুরা রাজ্যের রেল যোগাযোগ ব্যবস্থার সাথে সম্পৃক্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় ও সমস্যা সম্পর্কে কেন্দ্রীয় রেলমন্ত্রীকে অবগত করেন পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী।
সেগুলোর সমাধানের জন্য তিনি কেন্দ্রীয় মন্ত্রীর হস্তক্ষেপ ও প্রয়োজনীয় সাহায্য কামনা করেন। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরীর তরফ থেকে উত্থাপিত বিষয়গুলো খুবই ধৈর্য ও আন্তরিকতার সাথে শুনেন এবং দাবীগুলোর যৌক্তিকতার সাথে সহমত পোষণ করেন। দাবিগুলোর গুরুত্ব অনুধাবন করে শীঘ্রই যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।