স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ এপ্রিল : মন্ত্রী সুধাংশু দাস আমবাসা এক অনুষ্ঠানে যাওয়ার সময় ৪১ মাইল এলাকায় সন্দেহবশত একটি বোলেরো গাড়ি আটক করেন। গাড়িতে ছিল ১২ টি গরু। পরবর্তী সময়ে মন্ত্রী টি আর ০১ এম ১৫৫৩ নম্বরের গাড়ি চালকের কাছে কাগজ দেখতে চায়। গাড়ি চালক কাগজ দেখালে সেই কাগজে ১৩ টি গরু নেওয়ার অনুমতি রয়েছে।
কিন্তু গাড়িতে বস্তা বন্দি বারটি গরু ছিল। মন্ত্রী সন্দেহ করছে যে রাস্তা থেকে আরেকটি গরু নিয়ে যাবে পাচার করার জন্য। মন্ত্রী পুলিশের সাথে কথা বলার সময় বলেন গরুর ব্যবসা করলে কোন আপত্তি নেই। কিন্তু বেআইনিভাবে গরু পাচার করা যাবে না। তবে সরকারের ইচ্ছে শক্তি থাকলে পুলিশ যদি সহযোগিতার হাত বাড়িয়ে না দেয় তাহলে এ ধরনের বেআইনি কার্যকলাপ বন্ধ করা যাবে না। পাশাপাশি নাকা পয়েন্টগুলি নিয়েও মন্ত্রী প্রশ্ন তুলেন। তিনি বলেন গাড়িটি তিন থেকে চারটি নাকা পয়েন্ট অতিক্রম করে এসেছে। কিন্তু কিভাবে এগুলো অতিক্রম করে গরু নিয়ে এসেছে। এবং তিনি আঙ্গুল তুলেন একাংশ পুলিশ অফিসারের বিরুদ্ধে। পুলিশের সহযোগিতা ছাড়া এ ধরনের গরু পাচার হতে পারে না। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন এর সুষ্ঠু তদন্ত করতে সেসব পুলিশ অফিসারদের চিহ্নিত করা দরকার। দুষ্ট চোখের সাথে জড়িত কতিপয় পুলিশ কর্মীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে সরকারের বদনাম হবে বলো অভিমত ব্যক্ত করেন মন্ত্রী সুধাংশু দাস। সেই সময় গাড়িটি অতিক্রম করে আসা নাকা পয়েন্টে থাকা পুলিশ কর্মীদের বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই এখন দেখার।