Sunday, May 28, 2023
বাড়িরাজ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে দৃষ্টিহীনদের সমস্যা সমাধানের দাবি

মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে দৃষ্টিহীনদের সমস্যা সমাধানের দাবি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ এপ্রিল : দীর্ঘদিনের সমস্যার সমাধান হচ্ছে না রাজ্যের ৩০ হাজার দৃষ্টিহীনের। এর মধ্যে সরকারি দপ্তর গুলিতে দৃষ্টিহীনদের শূন্য পদপূরণ করা, ব্রেইল প্রেস চালু করা এবং দৃষ্টিহীনদের ভাতা ২০০০ টাকা থেকে পাঁচ হাজার টাকা করা সহ ১৬ দফা দাবিতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেয় অল ত্রিপুরা ব্লাইন্ড এসোসিয়েশন।

সোমবার মহাকরণে মন্ত্রী টিংকু রায়ের সঙ্গে দেখা করেন অল ত্রিপুরা ব্লাইন্ড এসোসিয়েশনের এক প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মিঠুন সাহা। তাদের দাবির মধ্যে রয়েছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দৃষ্টিহীনদের শুন্যপদ গুলি দ্রুত পূরণ বিশেষ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে,রাজ্যে ব্রেইল প্রেস স্থাপন,ভাতার পরিমাণ পাঁচ হাজার টাকা করা , বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের অধিকার আইন-২০১৬ কার্যকর করা সহ ১৬ দফা দাবি তাদের। তিনি আশা প্রকাশ করেন, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর দৃষ্টিহীন দের কল্যাণের কথা চিন্তা করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। মন্ত্রী তাদের আশ্বাস দিয়েছেন বিষয়গুলি দেখার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য