স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ এপ্রিল : বহু আন্দোলনের পর ২০২১ সালে টি- টেট উত্তীর্ণ সকলকে রাজ্য সরকার শিক্ষক পদে নিয়োগ করেছে বিধানসভা নির্বাচনের আগে। কিন্তু নির্বাচন ঘনিয়ে আসায় নব নিযুক্ত শিক্ষকদের তরফে সরকারকে অভিনন্দন জানানো সম্ভব হয়ে উঠেনি। তাই অভিনন্দন জানানোর পাশাপাশি রক্তদান শিবির করতে যাচ্ছে নবনিযুক্ত শিক্ষক- শিক্ষিকারা।
সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে একথা জানান নবনিযুক্ত শিক্ষকদের সংগঠনের তরফে বিশ্বজিত ঘোষ সহ অন্যরা। ২৩ এপ্রিল আগরতলা প্রেস ক্লাবে হবে রক্তদান শিবির। সাংবাদিক সম্মেলনে শিক্ষকরা জানান শিবিরে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে আমন্ত্রণ জানানো হয়েছে। উপস্থিত থাকবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। শিক্ষক বিশ্বজিত ঘোষ জানান, বিদ্যালয়ে শুধু শিক্ষা দান করলে হবে না, সমাজের প্রতিটি স্তরে যাতে শিক্ষকদের অবদান থাকে, শিক্ষকরা ভুমিকা পালন করতে পারে, মুমূর্ষু রোগীকে বাঁচানোর উদ্দেশ্যে এই শিবির করা হবে।