স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ এপ্রিল : তীব্র দাবদাহের মধ্যে দায়িত্ব পালন করে চলেছে ট্রাফিক ও পুলিশ কর্মীরা। সোমবার আগরতলা শহরের উত্তর গেইট, পুলিশের সদর কার্যালয় সহ বিভিন্ন জায়গায় ট্রাফিক কর্মী সহ লোকজনের মধ্যে গ্লোকোজ জল ও চকলেট বিলি করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।
সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সমস্ত নাগরিকদের কাছে আহ্বান রাখেন সকলে যাতে সবার মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তিনি বলেন, রাজনীতি রাজনিতির জায়গায় থাকবে। কিন্তু সমাজের জন্য কাজ করা মানুষের পাশে দাঁড়ানোই ভারতীয় জনতা পার্টির লক্ষ্য।