Thursday, April 25, 2024
বাড়িরাজ্যশপথ নিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি

শপথ নিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ এপ্রিল : দীর্ঘ ৪৬ দিন পর ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়। হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন অপরেশ কুমার সিং। এবং প্রধান বিচারপতি হয়েছেন জাস্টিস অপরেশ কুমার সিং। সোমবার রাজভবনে সকাল ১১ টার নাগাদ জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান।

 শপথ বাক্য পাঠ করেন রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য্য। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মন্ত্রীগণ প্রণজিৎ সিংহ রায়, রতন লাল নাথ, টিংকু রায় সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী এদিন প্রধান বিচারপতি হাতে পুষ্পস্তবক খুলে দিয়ে অভিনন্দন জানান। প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু তার এই নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন। সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডি.ওয়াই. চন্দ্রচূড়ের নেতৃত্বে কলেজিয়াম আগেই পর—অপরেশ কুমার সিং-এর নাম ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচার পতি পদের জন্য প্রস্তাব করেছিল।

গত ৭ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের কলেজিয়াম জাস্টিস যশবন্ত সিং-এর অবসরের পর তার স্থলাভিষিক্ত হিসাবে ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি জাস্টিস অপরেশ কুমার সিং-এর নাম সুপারিশ করেছিল ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি পদের জন্য। কিন্তু গত ২৩ ফেব্রুয়ারি ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি পদ থেকে মাত্র ৮ দিন কাজ করার পর অবসরে গেলেও এতদিন সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশ কার্যকর হয়নি। যার ফলে বিগত প্রায় ৪৬ দিন যাবৎ ত্রিপুরা হাইকোর্ট প্রধান বিচারপতি সঙ্কটে ভুগছিল। অবশেষে সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশ কার্যকর হওয়ায় রাজ্যের আইনজীবী সহ বিচার প্রার্থীদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে। কারণ রাজ্যের উচ্চ আদালতে প্রধান বিচারপতি সঙ্কট নিরসনের জন্য কর্মরত আইনজীবীদের তরফে দফায় দফায় চিঠি দিয়ে দেশের প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাওয়া হয়েছিল। এদিন প্রধান বিচারপতি নিয়োগ হওয়ার পর কাজের গতি ত্রিপুরা হাইকোর্টে আরও বেশি ত্বরান্বিত হবে বলে মনে করছে অনুষ্ঠানে উপস্থিত সমস্ত আইনজীবীরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য