Wednesday, May 28, 2025
বাড়িরাজ্যভোট দেবে কাঁটাতারের ওপারের ৭২ জন ভারতীয় নাগরিক

ভোট দেবে কাঁটাতারের ওপারের ৭২ জন ভারতীয় নাগরিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ এপ্রিল : এক টুকরো জমি ও স্থায়ী বাসস্থানের আশায় শুক্রবার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন ভারত ও বাংলাদেশ আন্তর্জাতিক কাটাতারের বেড়ার বাইরে থাকা ১৩ পরিবার। তারা সকলে ভারতীয় নাগরিক। কৈলাসহর মহকুমার প্রানকেন্দ্র থেকে প্রায় ৯ কিলোমিটার দুরে শহরের উত্তরদিকে অবস্থিত মাগুরুলি গ্রাম। ইন্দিরা-মুজিব চুক্তি অনুসারে আন্তর্জাতিক সীমান্ত থেকে ১৫০ গজের মধ্যে দুই দেশেরই কোনও স্থায়ী নির্মাণ থাকতে পারবে না।

আর এই আইন অনুসারে ভারত সরকার আন্তর্জাতিক সীমান্ত থেকে জিরো পয়েন্ট থেকে ১৫০ গজ পিছিয়ে কাঁটাতারের বেড়া দিতে হয়েছে। আর তাতেই দীর্ঘদিন ধরে বিপাকে সেখানকার মানুষ। মাগুরুলি পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের ১৩ পরিবারের ভারতীয় নাগরিকরা দীর্ঘদিন ধরেই বসবাস করে আসছেন কাঁটাতারের ওপারে। ১৩ পরিবারের মোট সদস্য সংখ্যা রয়েছে ৭২ জন। সীমান্তে নিরাপত্তার দ্বায়িত্বে থাকা বি এস এফ নিয়ম অনুযায়ী সকাল ৯ টা থেকে বিকেল প্রায় ৫টা পর্যন্ত কাঁটাতার অতিক্রম করে ভারতের ভূমিতে আসতে পারবে ভোট দিতে।‌ যদিও অসুস্থতা ও বিশেষ প্রয়োজনে বিএসএফ সহযোগিতা করে। পড়াশোনা, চিকিৎসা সহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য কাজকর্মের জন্য তাঁদের আসতে হয় কাঁটাতারের এপারে। রাত পোহালেই দেশের গনতন্ত্রের সবচাইতে বড় উৎসব। আর বুকে একরাশ আশা নিয়ে এবারও ভোট কেন্দ্রে আসবেন তারা। ভারতীয় নাগরিক হয়েও তাদের বেড়ার জন্য দুর্বিষহ জীবন কাটাতে হয় প্রতিনিয়ত। ভোট গনতান্ত্রিক অধিকার আর সেই গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে আগামীকাল সকালবেলা পৌঁছে যাবে ভোট কেন্দ্রে। তাদের দাবি একটাই, কাঁটাতারের এপারে তাদের জন্য কেন্দ্র কিংবা রাজ্য সরকার পুনর্বাসনের ব্যবস্থা করুক। তাদের দীর্ঘ দিনের অসুবিধা থেকে পরিত্রাণ দিক। ভারতীয় নাগরিক হলেও যাদের বসবাস কাঁটাতারের ওপারে তাদের অনেকে এও দাবি করেন দীর্ঘ দিন ধরে তারা ওপারে বসবাস করছেন এবং তাদের অনেকের পৈতৃক সম্পত্তি রয়েছে এখানে। যেই জমিতে চাষ বাস করে তারা সংসার প্রতিপালন করেন। সরকার যদি তাদের ঘর বাড়ি ও জমির ক্ষতিপূরণ দিয়ে পুনর্বাসন দেয় তাহলে প্রতিদিনের যে যন্ত্রণা তা থেকে তারা মুক্তি পাবেন। তাই প্রতিবারের মতো এবারো তারা ভোট দান করবেন। কেন্দ্র সহ রাজ্য সরকারের কাছে তাদের একটাই দাবি তাদের সমস্যার সমাধান যেন দ্রুত হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!