স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ এপ্রিল : রহস্য জনক আত্মহত্যা শাহ আলম খান নামে এক দ্বাদশ শ্রেণীর ছাত্রের। মৃত ছাত্রের বাড়ি আগরতলা শহরতলী লাড্ডু চৌমুহনী এলাকায়। শাহ আলম খানের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় রয়েছে পরিবারের লোকজন। তাদের কাছ থেকে জানা গেছে শাহ আলম কাশীপুর সংলগ্ন এলাকার একটি মেয়ের সাথে ভালোবাসা সম্পর্কে জড়িয়ে পড়ে গত কয়েক মাস আগে।
তারপরই বুধবার এই ঘটনা সংগঠিত করেছে সে। পরিবারের লোকজন ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে খবর দেয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। মৃত ছাত্রের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কিছুই বলতে পারছে না। সে রেশম বাগান স্কুলে পাঠরত ছিল। এ বছর সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। এই মুহূর্তে তার এই ঘটনা নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন।