Friday, March 21, 2025
বাড়িরাজ্যরক্তদানের মত মহৎ কাজে সকলকে এগিয়ে আসতে হবে : মুখ্যমন্ত্রী

রক্তদানের মত মহৎ কাজে সকলকে এগিয়ে আসতে হবে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ এপ্রিল : দেশ সেবার পাশাপাশি রক্তদান শিবিরেও এগিয়ে এসেছে আসাম রাইফেলসের ২১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। সোমবার আসাম রাইফেলসের আগরতলা ব্যাটেলিয়ানের ২১ নম্বর সেক্টরের উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

এই রক্তদান শিবিরে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, মেয়র দীপক মজুমদার, ২১ নম্বর সেক্টর আসাম রাইরেলস-র ব্রীগেডিয়ার সহ অন্যান্যরা। নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে রক্তদান শিবির করা যায়নি। যে কারনে রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের স্বল্পতা দেখা দেয়। এই অবস্থায় আহ্বান জানানো হয়েছিল স্বেচ্ছায় রক্তদানে সকলকে এগিয়ে আসার। মুখ্যমন্ত্রীর সেই আহ্বানে সাড়া দিয়ে  আসাম রাইফেলস ২১ নম্বর সেক্টরের এই উদ্যোগকে সাধুবাদ জানান মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রতিটি অংশের মানুষ এই উদ্যোগে সামিল হয়েছেন।

রক্তদান একটি মহৎ দান। একজন রক্তদান করলে কমপক্ষে চার জন উপকৃত হয় বলে জানান তিনি। ১৯৪৯ সালে আসাম রাইফেলস-র প্রতিষ্ঠা হয়। সেই সময় থেকে দেশের সেবার পাশাপাশি সামাজিক কাজেও এগিয়ে এসেছে আসাম রাইফেলস। নেশার বিরুদ্ধে আসাম রাইফেলস বাহীনির ভূমিকা গুরুত্বপূর্ণ। নেশা মুক্ত ত্রিপুরা গড়তে তাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। পরে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন। এই রক্তদান শিবিরে মোট ১০০ জন আসাম রাইফেলস জওয়ান স্বেচ্ছায় রক্তদান করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য