Friday, March 29, 2024
বাড়িরাজ্যতাপ প্রবাহে জন্য ৬ দিন বিদ্যালয় ছুটির ঘোষণা

তাপ প্রবাহে জন্য ৬ দিন বিদ্যালয় ছুটির ঘোষণা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ এপ্রিল : রাজ্যজুড়ে অতিরিক্ত তাপ প্রবাহের কারণে ছাত্র ছাত্রীদের স্বাস্থ্যের উপর প্রভাব পড়ার আশঙ্কায় আগামী ১৮ ই এপ্রিল থেকে ২৩ শে এপ্রিল পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। পাশাপাশি রাজ্যের সমস্ত বেসরকারি বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছেও এই সময় স্কুল বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে। সোমবার শিক্ষা দপ্তরের আধিকারিকদের সাথে বৈঠকের পর সামাজিক মাধ্যমে পোস্ট করে এ বিষয়ে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

উল্লেখ্য, গ্রীষ্মের সবে শুরু। আপাতত সামনে গরমের মাস দু’টি রয়েছে। তবে সে হল খাতায়কলমে। তারপরেও দীর্ঘায়িত গ্রীষ্ম চলবে। এর আগেই গ্রীস্মের দহন জ্বালায় মানুষ ক্লান্ত। পহেলা বৈশাখের আগে থেকেই এবার পারদ বাড়তে শুরু হয়েছে। কিন্তু পহেলা বৈশাখ এবং তার পরের দিন রেকর্ড গরমের মতই ছিল সোমবার। এদিন সকাল থেকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হলেও বেলা বাড়ার সাথে সাথে গরম এবং রোদে মানুষ হিমসিম খেতে শুরু করে। বসতে থাকে তীব্র তাপ প্রবাহ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শ্রমজীবী অংশের মানুষ। এই মুহূর্তে তাপমাত্রার পারদ ৩৮ ডিগ্রী ছুঁই ছুঁই। তবে আগামী দুই দিন ৪০ ডিগ্রি তাপমাত্রার পারদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তাপমাত্রার পারদ বাড়ার ফলে অসুস্থ হয়ে পড়ছে বহু মানুষ। রাস্তাঘাটে এবং বাড়িঘরে অস্বস্তি বোধ করছে শিশু এবং বয়স্করা। তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে দই খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক থেকে পুষ্টিবিদ সকলেই। আবার গরমে কাহিল হয়ে শরীরচর্চা করা বন্ধ করে দিয়েছেন বহু মানুষ। কিন্তু চিকিৎসকদের মতে, নিয়মিত অভ্যাসের ফলে শরীরের ব্যথা বেদনাগুলি কোনও মতে ঠেকিয়ে রাখা গিয়েছিল। কিন্তু আবার এই হালছাড়া মনোভাবে তা আবার ফেরত আসতে পারে। বেড়ে যেতে পারে দেহের ওজনও।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য