স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ এপ্রিল : ইয়ং ইন্ডিয়া কি বোল সেশন থ্রি শুরু হয়েছে যুব কংগ্রেসের উদ্যোগে সারা দেশে। ত্রিপুরায়ও হবে এই কর্মসূচী। বুধবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে একথা জানান ইয়ং ইন্ডিয়া ত্রিপুরার ইনচার্জ মমতাজ বেগম।তিনি জানান, দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে ত্রিপুরায়ও প্রথমে জেলা স্তরে যুবদের মধ্যে বক্তৃতা প্রতিযোগিতা হবে। সেখানে বিজয়ীদের রাজ্য স্তরের আসরে নিয়ে যাওয়া হবে।
রাজ্য ভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ীরা দিল্লিতে জাতীয় স্তরে পুরস্কৃত হবেন। গণতন্ত্রকে শক্তিশালি করার বিষয় নিয়েই হবে বক্তৃতা প্রতিযোগিতা। ইতি মধ্যে অনলাইনে আবেদবন পত্র জমার কাজ শুরু হয়ে গেছে।এদিন সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা যুব কংগ্রেসের অন্যান্য নেতৃত্বও উপস্থিত ছিলেন।