স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ এপ্রিল : এবছর ১২৯ তম বর্ষে পদার্পণ করলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে রাজ্যেও এই ব্যঙ্কের অনেক শাখা রয়েছে। শহরের পাশাপাশি গ্রামের মানুষকে পরিষেবা দিয়ে আসছে এই ব্যাঙ্ক। প্রতিবছরের মতো এবারো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ব্যাঙ্কের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। সারা দেশের সঙ্গে ত্রিপুরায়ও হয় বিভিন্ন কর্মসূচী। বুধবার প্রতিষ্ঠা দিবসে সমাজ সেবা মূলক কর্মসূচী হাতে নেওয়া হয়। এদিন আগরতলা প্রেস ক্লাবে হয় রক্তদান শিবির।
এতে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রনজিত সিংহরায়, নাবার্ড-র জেনারেল ম্যানেজার, ব্যাঙ্কের এ জি এম সহ অন্যরা। অর্থমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ব্যাংক কর্তৃপক্ষের এই উদ্যোগ নেওয়া অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে রাজ্য সরকারের পক্ষ থেকে ব্যাংক কর্তৃপক্ষের এই উদ্যোগকে অভিনন্দন জানানো হচ্ছে। কারণ নির্বাচনের জন্য রক্তদান শিবির বন্ধ ছিল। মুখ্যমন্ত্রী রাজ্যের সব অংশে মানুষকে রক্তদান শিবিরে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছে। সকলে মুখ্যমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে এগিয়ে আসছে বলে জানান তিনি। মন্ত্রী শ্রী রায় আরো বলেন রক্তদান শিবির আগে শুধু শহরের মধ্যেই অনুষ্ঠিত হতো। এখন গ্রাম-গঞ্জেও উৎসবের মেজাজে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। তারপরেও সেদিন চ্যালেঞ্জ পূরণ হবে যেদিন রক্তদান সকলের কাছে সামাজিক দায়িত্ব এবং কর্তব্য হবে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী।রক্তদান শিবিরকে ঘিরে বেশ সাড়া পড়ে।