Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যকুখ্যাত তিন নেশা কারবারিকে জালে তুললো পুলিশ

কুখ্যাত তিন নেশা কারবারিকে জালে তুললো পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ এপ্রিল : সোমবার আগরতলার মাস্টারপাড়ার এলাকায় বিশ্বজিৎ চক্রবর্তীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। বাড়িতে অভিযান চালিয়ে একটি ঘর থেকে উদ্ধার হয় ১৯৩৭ বোতল অবৈধ ভাবে মজুত করা বেআইনি এসকফ ও নিউ এক্স কফ সিরাপ। এই ঘটনায় বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অভিজিৎ চক্রবর্তীকে আটক করে পুলিশ।

এদিকে পুলিসি অভিযানের আঁচ করতে পেরে স্কুটি ফেলে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আরো দুই নেশাকারবারী। তাদের পিছু ধাওয়া করে পুলিশ। শেষ পর্যন্ত আরো দুই নেশাকারবারী বিশ্বজিৎ চক্রবর্তী ও টিটু শর্মাকে আটক করা সম্ভব হয়। বাজেয়াপ্ত করা সম্ভব হয় স্কুটিটি। অভিযানে মোট তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে সদর এস ডি পি ও জানান শহরের মাঝে বিপুল পরিমাণে ফেন্সিডিল উদ্ধার হওয়ার ঘটনায় মূল চক্রীকে আটক করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে পুলিশ। এলাকাবাসী দাবি যাতে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তি ব্যবস্থা করে পুলিশ। তাদের যন্ত্রনায় এলাকাবাসী অতিষ্ঠ। কারণ বহিরাগত বহু যুবক নেশা সেবন করতে এলাকায় আসে। এ বিষয়ে প্রশাসনের গোচরে থাকলেও এতদিন কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। বিশেষ করে নাকের ডগায় পশ্চিম আগরতলা থানা। কিন্তু দেখা যায়নি তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করতে। তাই এবার দাবি উঠেছে পুলিশ যাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য