স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ এপ্রিল : সোমবার রাজধানীর জগন্নাথ বাড়ি সংলগ্ন এস সি গালস হোস্টেল পরিদর্শনে যান সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তিনি এদিন দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে হোস্টেল পরিদর্শন করেন। কথা বলেন হোস্টেলে ছাত্রীদের সাথে। পাশাপাশি হোস্টেলে রান্নার ঘর সহ অন্যান্য ব্যবস্থাপনা খতিয়ে দেখেন মন্ত্রী। পরিদর্শনে হোস্টেলের বিভিন্ন সমস্যার মধ্যে নজর বন্দী হয় মন্ত্রীর।
পরবর্তী সময় তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন হোস্টেল গুলি পরিদর্শন করার মূল উদ্দেশ্য হলো যাতে পরিকাঠামগত কিংবা শিক্ষাগত ত্রুটি থাকলে দ্রুত সমাধান করা যায়। এবং আভ্যন্তরীণভাবে ছাত্রছাত্রীরা কোন সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। কারণ বহু পরিবার রয়েছে যারা আর্থিকভাবে দুর্বল। তাদের ছেলেমেয়েদের এই হোস্টেল গুলিতে পড়াশুনা করার জন্য পাঠানো হয়। কিন্তু হোস্টেল গুলিতে এসে যাতে তারা সরকারি সুযোগ-সুবিধা পেয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এটাই দপ্তরের মূল লক্ষ্য। মন্ত্রী শ্রীদাস এদিন হোস্টেলকে পরিদর্শন করে জানিয়েছেন দু একটি সমস্যা নজরে এসেছে। এ বিষয়গুলি তিনি দ্রুত সমাধান করে দেবেন। পরিদর্শনের পর মন্ত্রী আরো বলেন, ছাত্র-ছাত্রীদের মানসিক এবং শারীরিক বিকাশের জন্য খেলাধুলার প্রয়োজন রয়েছে। দপ্তর থেকে এগুলোর জন্য প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এই হোস্টেলে ছাত্রীরা আগামী দিনে সাংস্কৃতিক ক্ষেত্রেও যাতে বিশেষ অবদান রাখতে পারে তার জন্য নজর দেবেন। এখন দেখার বিষয় আগামী দিনে হোস্টেলগুলির সমস্যা কতটা সমাধান হয়।