স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ এপ্রিল : শান্তিপূর্ণভাবে সম্পন্ন চলছে ২০২৩- সালের ত্রিপুরা মধ্য শিক্ষা পরিষদ পরিচালিত পরীক্ষা। ইতিমধ্যে একাধিক পরীক্ষা সম্পন্ন হয়ে গেছে মাধ্যমিকের। অর্থাৎ শেষ পর্যায়ে রয়েছে মাধ্যমিক পরীক্ষা। ১৮ এপ্রিল হবে ভোকেশনালের পরীক্ষা। একই রকম ভাবে উচ্চ মাধ্যমিকের ভোকেশনাল পরীক্ষা হবে ১৯ এপ্রিল। এর আগে ১৭ এপ্রিল হবে উচ্চ মাধ্যমিকের কম্পিউটার ও মিউজিক পরীক্ষা। খাতা দেখার ক্ষেত্রে প্যাকেটিং-র কাজ দ্রুত গতিতে চলছে।
এবার একজন পরীক্ষক দিনে অন্তত ১৮ টি খাতা দেখবেন। এপ্রিলের চতুর্থ সপ্তাহ থেকে শুরু হবে উত্তরপত্র মূল্যায়নের কাজ। কিন্তু ভ্যানু নিয়ে কিছুটা অস্পষ্টতা রয়েছে। কেননা এপ্রিল মাসে উত্তর পত্র মূল্যায়নের কাজ শুরু হলে স্কুল গুলি খোলা থাকবে। সাত – থেকে ৮ টি স্কুলে খাতা দেখার কাজ হয়। এই অবস্থায় স্কুল গুলির পঠন পাঠন প্রায় ২০ দিনের মত বন্ধ রাখতে হয়। এই সমস্যা নিরসনে মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে টি বি এস সি- কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী বিকল্প ভ্যানু দেখার প্রস্তাব দেন। সেই মোতাবেক পরিদর্শন করা হয় হাপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলার মাঠের ইন্ডোর কক্ষ। এই ক্ষেত্রে গোটা ভাড়া মুকুব করে দিলে ভ্যানু চূড়ান্ত করা সম্ভব হবে বলে জানান টি বি এস সি-র সভাপতি ডা ভবতোষ সাহা। অন্যথায় স্কুল গুলির দিকে যেতে হবে বলে জানান তিনি। পরীক্ষকদের তালিকা এখনো প্রকাশ করা হয়নি। জেলা শিক্ষা আধিকারিক তালিকা পরীক্ষা করে জানালে চূড়ান্ত হবে বলে জানান পর্ষদ সভাপতি।