Sunday, December 22, 2024
বাড়িরাজ্যপ্রশ্নপত্রে ভুল ত্রুটির অভিযোগ তুলে টি আর বি টি -র সামনে ধর্ণা...

প্রশ্নপত্রে ভুল ত্রুটির অভিযোগ তুলে টি আর বি টি -র সামনে ধর্ণা পরিক্ষার্থীদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ এপ্রিল : প্রশ্নপত্রে ভুল ত্রুটি এবং সিলেবাস বহির্ভূত প্রশ্ন ঘিরে টিআরবিটির অফিসের সামনে ধরনায় বসে পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ টিআরবিটি -র চরম গাফিলতির কারণে ব্যাপক অনিয়ম হয়েছে প্রশ্নপত্রে। এবং যে অনিয়ম হয়েছে সে নম্বর তাদের ফিরিয়ে দিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ডেপুটেশন প্রদান করতে আসলে তাদের বলা হচ্ছে মুখ্যমন্ত্রী যদি ফোন করে বলেন পরীক্ষার্থীদের কথা মত নম্বর দিয়ে দেওয়ার জন্য তাহলে তারা দিতে প্রস্তুত।

কিন্তু সেই বক্তব্যে তারা সন্তুষ্ট হতে না পেরে ধর্নায় বসতে বাধ্য হয়। তাদের মধ্যে এক পরীক্ষার্থী জানান, ২০২২ সালে টেট পরীক্ষায় বসে ছিল। সোমবার ফের টি আর বি টি-র অফিসে গিয়ে পরীক্ষা নিয়ামকের কাছে ডেপুটেশন প্রদান করতে যায়। তাদের দাবি ছিল টেট ওয়ান এবং টেট টু -তে প্রশ্নপত্র ত্রুটিযুক্ত। যেগুলির নম্বর প্রদান করাই তাদের মূল দাবি ছিল। কিন্তু বোর্ড টেট ওয়ানে মাত্র একটি স্টার ও টেট-টু তে চারটি স্টার দিয়েছে। গত ৬ এপ্রিল ফাইনাল এন্সার কি প্রকাশ করা হয়। এই ক্ষেত্রে ত্রুটিগুলি বিবেচনা করেনি টি আর বি টি-র বিশেষজ্ঞরা। পুনরায় বিবেচনা করে যাতে নম্বরগুলি প্রদান করে সংশ্লিষ্ট দপ্তরের কর্তৃপক্ষ। তারপর দপ্তরের আধিকারিক জানিয়ে দেন মুখ্যমন্ত্রী যদি বলে দেন তাহলে তারা নম্বর দিয়ে দেবে। তারপর শুরু হয় বাকবিতণ্ডা। অফিস কক্ষ থেকে বের হয়ে আসে পরীক্ষার্থীরা। অফিসের মূল ফটকে বসে বিক্ষোভে সামিল হয় তারা। ভুল ভাবে প্রশ্নপত্র করে যদি তাদের নিয়োগ করা হয় তাহলে এর প্রভাব শিক্ষা ব্যবস্থার উপর পড়বে। এবং উল্লেখযোগ্য বিষয় হলো যদি কয়েক নম্বরে সংশোধন করা না হয় তাহলে বহু পরীক্ষার্থী চাকরি পাবে না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য