Sunday, September 8, 2024
বাড়িরাজ্যজল সংকটের জন্য পথ অবরোধ প্রামিলা বাহিনীর

জল সংকটের জন্য পথ অবরোধ প্রামিলা বাহিনীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ এপ্রিল : তীব্র দাবদাহের মধ্যে পানীয় জলের সঙ্কট নিয়ে দিকে দিকে শুরু হয়েছে আন্দোলন। স্মার্ট সিটি সহ সারা রাজ্যে চলছে চরম পানীয় জলের সঙ্কট। শেষ পর্যন্ত বাধ্য হয়ে রাস্তায় নামছে প্রামিলা বাহিনী। এদিকে গত কয়েক মাস ধরে পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত শান্তিরবাজার মহকুমার অন্তর্গত অনুরামপাড়ার বাসিন্দারা। পানীয় জলের সংকটে রীতিমতো নাজেহাল তারা।

 বেশ কয়েকবার জানানো হয়েছে পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরে। কিন্তু এই পানীয় জল সংকট থেকে বেরিয়ে আসার মত কোনরকম স্থায়ী সমাধান সূত্র বের করতে পারছেন না তারা। দীর্ঘদিনের এই সমস্যা জন্ম দিয়েছে ক্ষোভের। যার বহিপ্রকাশ ঘটে সোমবার সকালে। পথ অবরোধ করে এলাকাবাসী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দেবদারু ফারী থানার ওসি। তিনি সকলের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পানীয় জল সংকট দূরীকরণের আশ্বাস দেন তিনি। এদিনকার এই পথ অবরোধের ফলে দীর্ঘক্ষন রাস্তার দুই দিকে আটকে থাকে যানবাহনগুলো। যার কারনে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। দুর্ভোগের কবলে পড়তে হয় সাধারণ যাত্রীদের। তবে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জল জীবন মিশন প্রকল্পে রাজ্য সরকার যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে পানীয় জল পরিষেবা প্রদানের জন্য বদ্ধপরিকর তখন শান্তির বাজার মহকুমার কৈয়াফাং এ ডি সি ভিলেজের অনুরামপাড়ায় উল্টো চিত্র কেন? পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের পদাধিকারীদের খামখেয়ালি পণার কারণেই অনুরামপাড়ার বাসিন্দাদের পানীয় জলের সংকটের মধ্যে পড়তে হচ্ছে বলে সাধারণ মানুষের ধারণা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য