স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ ডিসেম্বর : ত্রিপুরা রাজ্যকে তামাকমুক্ত করতে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী ২১ জানুয়ারি রাজ্যের ৫০ তম পূর্ণ রাজ্য দিবসকে সামনে রেখে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিস তামাক মুক্ত করা হবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার পশ্চিম জেলার জেলা শাসক ও সমাহর্তার অফিসের সমস্ত বিভাগের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের নিয়ে এক বৈঠক হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয় অফিসের ভেতরে কোন কর্মী বা কেউ কোন ধরনের তামাক জাত দ্রব্য সেবন করতে পারবে না। এবং তামাকজাত দ্রব্য সাথে রাখতে পারবে না। মঙ্গলবার পশ্চিম জেলাশাসক কার্যালয় সাংবাদিক সম্মেলন করে একথা জানান পশ্চিম ত্রিপুরা জেলা শাসক দেবপ্রিয় বর্ধন। ইতিমধ্যে জিরানীয়ার ব্লক ও হেজমারা ব্লক অফিস ও স্কুল ইন্সপেক্টর অফিস এবং নরসিংগড় হাসপাতাল তামাক মুক্ত হিসেবে ঘোষিত হয়েছে। এর সঙ্গে এখন ৭৩ টি বিদ্যালয় তামাক মুক্ত হিসেবে এই বছরেই ঘোষিত হয়েছে। তিনি আরো বলেন, তামাক মুক্ত ত্রিপুরা গড়তে সরকারের এটা বড় পদক্ষেপ বলে চলে। আপাতত সমস্ত অফিস গুলি তামাক মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারা রাজ্যের জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হবে। এটি সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তামাক মুক্ত রাজ্য গড়তে মানুষের মধ্যে প্রথমে জনসচেতনতা গড়ে তোলা হবে। পরবর্তী সময় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।