সেঞ্চুরিয়ন, ২৮ ডিসেম্বর (হি.স.): ম্যাচ চলাকালীন পা মুচকে গেল ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহর । ম্যাচের তৃতীয় দিনে মঙ্গলবার নিজের ষষ্ঠ ওভারের পঞ্চম বলেই পা মুচকে ফেলেন ভারতীয় বোলিং লাইনআপের ট্যালিসম্যান। ব্যথায় কাতরাতে থাকা বুমরাহকে দেখতে মাঠে ছুটে আসেন দলের মেডিক্যাল স্টাফ। একপরেই সমর্থকদের চিন্তা বাড়িয়ে বেশ অনেকক্ষণই মাঠের বাইরে রয়েছেন তিনি।
ত়তীয় দিনে ব্যাট হাতে ভারতীয় দলের শুরুটা জঘন্য হলেও বল হাতে কিন্তু শুরুটা দারুণভাবে করছেন ভারতীয় ফাস্ট বোলাররা। সৌজন্যে জসপ্রীত বুমরাহ। শুরুতেই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারকে সাজঘরে ফেরত পাঠান বুমরাহ। তবে লাঞ্চের পরেই ওভারের মাঝে মাঠের মধ্যে বস পড়তে দেখা যায় বুমরাহকে। ম্যাচের তৃতীয় দিনে মঙ্গলবার নিজের ষষ্ঠ ওভারের পঞ্চম বলেই পা মুচকে ফেলেন ভারতীয় বোলিং লাইনআপের ট্যালিসম্যান। ব্যথায় কাতরাতে থাকা বুমরাহকে দেখতে মাঠে ছুটে আসেন দলের মেডিক্যাল স্টাফ। একপরেই সমর্থকদের চিন্তা বাড়িয়ে বেশ অনেকক্ষণই মাঠের বাইরে রয়েছেন তিনি। এবার বুমরাহ চোট নিয়ে আপডেটও দিয়ে দিল বিসিসিআই।
সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে সেই চোটের আপডেট দিয়ে ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়, ‘বুমরাহ প্রথম ইনিংসে বল করার সময় তাঁর ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন। বর্তমানে ভারতীয় দলের মেডিক্যাল দল তাঁর চোটের পরীক্ষা করছে। শ্রেয়স আইয়ার বর্তমানে সাবস্টিটিউট হিসেবে মাঠে রয়েছেন।’বুমরাহের মাঠে না থাকা সমর্থক এবং ভারতীয় ম্যানেজমেন্ট, দুই পক্ষেরই চাপ বাড়ালেও বল হাতে কিন্তু মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ তা এখনও অবধি বুঝতে দেননি। শামি দুই এবং সিরাজ ইতিমধ্যেই এক উইকেট নিয়ে নিয়েছেন। চতুর্থ ফাস্ট বোলার হিসেবে বল হাতে দেখা গিয়েছে শার্দুল ঠাকুরকেও। তবে দ্রুতই বুমরাহ পুনরায় মাঠে ফিরুন, এমনটাই আশা করবে ভারতীয় সমর্থকরা।