স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ ডিসেম্বর : মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে তিনটি ইস্যু নিয়ে আলোচনা হয়। রাজ্যে পি ডব্লিউ ডি দপ্তরে অধীন সুপার ইন্ডেন্টেন পদে ১১ টি শূন্যপদ সৃষ্টি হয়েছে। এ শূন্য পদগুলি ১০০ শতাংশ দপ্তরের কর্মীদের পদোন্নতি মাধ্যমে পূরণ করা হবে। এতে কাজের গতি আসবে। দীর্ঘদিন ধরে শূন্যপদগুলি পড়ে থাকায় প্রশাসনিক কাজে জটিলতা সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, হোম ডিপার্টমেন্টের অধীন জুনিয়র ফরেন্সিক ডিজিটাল এনালিস্টে দুটি শূন্যপদ তৈরি করা হয়েছে। কাজ কর্মের গতি আনতে শূন্যপদগুলি তৈরি করা হয়েছে। স্টেট ফরেন্সিক সাইন্স ও সাইবার ফরেন্সিক ডিভিশনে বহু কেস পড়ে রয়েছে। তাই কাজে গতি আনতে এই শুন্যপদগুলি সৃষ্টি করা হয়েছে। পদগুলি নিয়োগ করার সিদ্ধান্ত সংশ্লিষ্ট দপ্তরের বলে জানান তিনি। তিনি আরো বলেন, আগামী ৩ জানুয়ারি থেকে রাজ্যেও ১৫ থেকে ১৮ বছর বয়সিদের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইনে বুকিং করে ভ্যাকসিনের সুযোগ নেওয়ার আহ্বান জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। এখন পর্যন্ত রাজ্যে প্রথম এবং দ্বিতীয় ডোজ মিলে প্রদান করা হয়েছে প্রায় ৪৬ লক্ষ ৮১ হাজার ৮১৭। বর্তমানে ভ্যাকসিন মজুত রয়েছে ৬ লক্ষ ৬৪ হাজার ৩৯০ টি। প্রয়োজনে আরো ভ্যাকসিন রাজ্যে আনার জন্য চাওয়া হবে বলে জানান সুশান্ত চৌধুরী। আরো বলেন, ওমিক্রনের খবর নেই রাজ্যে। এবং সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে আছে।