Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যঅঙ্গনওয়াড়ি কর্মীদের সমস্যা নিয়ে ডেপুটেশন

অঙ্গনওয়াড়ি কর্মীদের সমস্যা নিয়ে ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ এপ্রিল। নানা সমস্যায় জর্জরিত অঙ্গনওয়াড়ি কর্মীরা। গত ২ মার্চের পর রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিচালনা করতে কর্মীদের নানা সমস্যা ও বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে। এই অবস্থা নিরসন করে সুশৃংখলভাবে কর্মী সহায়িকারা যাতে নিজ নিজ দায়িত্ব পালন করতে পারে তার জন্য দাবি জানিয়ে বৃহস্পতিবার ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়নের পক্ষ থেকে সমাজকল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান করা হয়। দাবি সনদের প্রতিলিপি তুলে দেওয়া হয় দপ্তরের অধিকর্তা স্মৃতা মলের কাছে। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদিকা কাজল রানী সরকার, পাঞ্চালি ভট্টাচার্যী সহ অন্যান্যরা। বিভিন্ন জায়গায় জোর করে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা দের কাছ থেকে বের করে দেওয়া হচ্ছে। এ ধরনের কার্যকলাপ অবিলম্বে বন্ধ করতেও দাবি জানানো হয়। উপস্থিত পাঞ্চালি ভট্টাচার্যী জানান, ভোটের পর থেকে অঙ্গনওয়াড়ি কর্মীদের নানাভাবে হেনস্তার শিকার হতে হচ্ছে। এমনকি বেছে বেছে অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজে না যাওয়ার জন্য বলেছে। এ ধরনের অস্থিরতা থেকে বের হয়ে আসতে তিন দফা দাবি ভিত্তিতে ডেপুটেশন প্রদান করা হয়েছে বলে জানান পাঞ্চালি ভট্টাচার্যী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য