Tuesday, September 26, 2023
বাড়িরাজ্যনাবালিকাকে ধর্ষণের দায়ে ২০ বছর কারাবাস

নাবালিকাকে ধর্ষণের দায়ে ২০ বছর কারাবাস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ এপ্রিল। ১০ বছরের নাবালিকাকে ধর্ষনের দায়ে ৭০ উর্ধ্ব এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে ২০ বছর কারাবাসের সাজা ঘোষণা করল বিলোনিয়ার বিশেষ আদালত। আঠারো  জন সাক্ষীর সাক্ষ্য বাক্য গ্ৰহনের পর অভিযুক্ত অনিল দাসকে দোষী সাব্যস্ত করে বৃহস্পতিবার দুপুরে সাজা ঘোষণা করে বিলোনিয়ার বিশেষ আদালত। জানা যায় নাবালিকা ধর্ষনের ঘটনাটি ঘটে ২০২২ সালের ১ সেপ্টেম্বর। বিলোনীয়া মহকুমার রাজনগরের নীহারনগর এলাকায় এই ঘটনা ঘটে। অনিল দাস এলাকার এক রাবার বাগানে নাবালিকাকে ধর্ষণ করে। ঘটনার দিন দুপুর একাকীত্বের সুযোগকে কাজে লাগিয়ে অনিল দাস ১০ বছরের নাবালিকাকে ফুসলিয়ে বাড়ির পাশের রাবার বাগানে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। প্রথমে নাবালিকা ভয়ে পরিবারের কাউকে ঘটনার বিষয়ে জানায় নি। ঘটনার পাঁচ দিন পর নাবালিকা পরিবারের লোকদের ঘটনার বিষয়ে জানায়। ঘটনা জানার পরে পি আর বাড়ি থানায় নাবালিকার পরিবারের পক্ষ থেকে ২০২২ সালের ৬ সেপ্টেম্বর মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারি অফিসার পঙ্কজ বিশ্বাস ঘটনার তদন্ত শেষ করে আদলতে চার্জসিট জমা দেন। তারপর শুরু হয় বিচার প্রক্রিয়া। এইদিন বিলোনিয়ার বিশেষ আদালতের বিচারক অনিল দাসকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে। আসামি অনিল দাসকে ২০ বছরের কারাবাস এবং ১০হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই  মাসের কারাবাসের সাজা ঘোষণা করেন বিচারক। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি প্রভাত চন্দ্র দত্ত। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আদালতের এই রায়ের বিষয়ে জানান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য