Tuesday, March 25, 2025
বাড়িরাজ্যঅবিক্রিত বই নিয়ে বিক্রেতারা ফিরে চললো নিজ আস্তানায়

অবিক্রিত বই নিয়ে বিক্রেতারা ফিরে চললো নিজ আস্তানায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ এপ্রিল। ভাঙলো মিলন মেলা ভাঙলো। অবিক্রিত বই নিয়ে ফিরে চললো নিজের আস্তানায়। তবে আগামীর প্রত্যাশা জাগিয়ে সাঙ্গ হয়েছে এই ৪১ তম আগরতলা বইমেলা। ২৪ মার্চ থেকে আগরতলা হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হয় জ্ঞান ও মননের উতসব আগরতলা বইমেলা। ১৩ দিনব্যাপী আগরতলা বইমেলার সমাপ্তি হয় বুধবার। এবারের বইমেলায় শুধু ত্রিপুরা নয়, পশ্চিমবাংলা, গুয়াহাটি, দিল্লি সহ বিভিন্ন রাজ্য ও পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকে প্রকাশক- বিক্রেতারা স্টল নিয়ে বসেছিলেন মেলায়। ১৩ দিন ব্যাপী মেলা সাঙ্গ হতেই এবার অবিক্রিত বই নিয়ে ফেরার পালা। বৃহস্পতিবার সকাল থেকেই এই ছবি ধরা পরল মেলা প্রাঙ্গণে। স্টল থেকে বই গুছিয়ে গাড়ি কিংবা ঠেলা দিয়ে নিয়ে যাচ্ছেন বিক্রেতারা। তারা জানান, এবছর বিক্রি মোটামুটি ভালই হয়েছে। সরকারের তরফে লোকজনের যাতায়াতের গাড়ির ব্যবস্থা করায়ও ভাল হয়েছে বলে জানান বিক্রেতারা। কিন্তু কেউ কেউ আবার দুঃখ প্রকাশ করেন। তাদের অনেকের অভিমত এ বছর তেমন বই বিক্রি হয়নি, যার কারণে গাড়ি ভরে বই নিয়ে ফিরতে হচ্ছে তাদের। বহু বিক্রেতা এদিন গাড়ি ভরে বই নিয়ে ফিরেছেন আবার নিজ নিজ গন্তব্যে। এই মিলন মেলা যেমন কারো মুখে হাসি ফুটিয়েছে, আবার কারোর মুখে হতাশার ছাপ রেখেছে। কিন্তু সব মিলিয়ে প্রশাসনিক নিয়ম-শৃঙ্খলা অনুযায়ী সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বইমেলা। প্রতীক্ষা আবার একটি বছর।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য