স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ ডিসেম্বর: মঙ্গলবার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে মাতঙ্গিনী প্রতিলতা সভাগৃহে এককালীন আর্থিক সহায়তা জন্য বাছাই করা ছাত্র ছাত্রীদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রী ভগবান চন্দ্র দাস।
এদিনের অনুষ্ঠানে গোটা রাজ্যের ২৪৭ জন ছাত্রছাত্রীর মধ্যে এই এককালীন অর্থরাশি প্রদান করা হয়। মন্ত্রী ভগবান চন্দ্র দাস বলেন, এস টি, এস সি ও ওবিসি ভুক্ত সম্প্রদায় রয়েছে বড় মাত্রায়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই তিনটি সমাজকে অনুন্নত হিসাবে ঘোষণা করা হয়েছে। খুব স্বাভাবিক ভাবেই তাদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, কর্ম সংস্থানের সুযোগ সেখানে রাখা হয়েছে। তারই অঙ্গ হিসাবে জারা প্রফেশনাল এডুকেশন নিচ্ছে তাদের আর্থিক স্বাচ্ছন্দের জন্য দুই বছরের জন্য এই টাকা প্রদান করা হয়েছে বলে জানান মন্ত্রী ভগবান চন্দ্র দাস। অনুষ্ঠানে এছাড়াও ছিলেন দপ্তরের সচিব, অধিকর্তা সহ অন্যান্যরা।