স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ ডিসেম্বর: অর্থনৈতিক অধিকার সুনিশ্চিত করতে মেগা ঋন প্রদান শিবিরের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার ত্রিপুরা গ্রামীন ব্যাঙ্কের ৪৬ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত মেগা ঋন প্রদান শিবিরে এ কথা বলেন উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। তিনি এদিন শিবিরের সূচনা করেন। উপস্থিত ছিলেন ত্রিপুরা গ্রামীন ব্যাঙ্কের এম ডি মহেন্দ্র মোহন গোস্বামী , অধিকর্তা সহ অন্যান্যরা।
এদিনের মেগা ঋন প্রদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা আরো বলেন ত্রিপুরার মহিলাদের ক্ষমতা আছে আত্মনির্ভর হওয়ার। গ্রাম স্বয়ং সম্পন্ন হতে পারে। সবার জীবন নির্মাণ করার ক্ষমতা আছে। সবাইকে নিয়ে চলার মাধ্যমে তা সম্ভব হয়। কেবল মাত্র গনসংগীত গাইলেই গনমুখী হওয়া যায় না। ব্যাঙ্ককে গনমুখী করতে হবে। গনতন্ত্র নিয়ে বহু দল সরব হয়। তাই প্রধানমন্ত্রী বলেছেন ব্যাঙ্ককে গনতান্ত্রিক করতে হবে
। জীরো ব্যালেন্সে একাউন্ট খোলার ব্যবস্থা করা হয়েছে। আগে ব্যাঙ্কে যেতে মানুষ ভয় পেত। এখন মানুষ সেই ভীতি কাটিয়ে ব্যাঙ্ক মুখী হচ্ছে। এটাই সব চাইতে বড় গনতান্ত্রিক পক্রিয়া। তবে ব্যাঙ্ক গুলিকেও সঠিক গ্রাহক পরিষেবা দেওয়ার আহ্বান জানান উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। ১৫২ কোটি ৬০ লক্ষ ১১ হাজার টাকার ঋন এদিন প্রদান করা হয়।