Saturday, July 27, 2024
বাড়িরাজ্যসরকার অগ্রাধিকার দিচ্ছে গ্রাম-গরিব-কৃষকের উপরে : রতন

সরকার অগ্রাধিকার দিচ্ছে গ্রাম-গরিব-কৃষকের উপরে : রতন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ এপ্রিল : নতুন মন্ত্রিসভা গঠন হওয়ার পর নিজ নিজ দায়িত্ব পেয়ে পর্যালোচনার বৈঠকে বসছেন মন্ত্রীগণ। খোঁজখবর নিচ্ছেন নিজ দপ্তরের হাল হাকিকাত। বুধবার আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।

 সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের পৌরহিত্যে হয় বৈঠক। এতে উপস্থিত ছিলেন মন্ত্রী ছাড়াও কৃষি দপ্তরের চীফ ইঞ্জিনিয়ার সাগর দেবনাথ, সচিব, উদ্যান বিদ্যা দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিক। বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ বলেন, রাজ্যের কৃষিকে কিভাবে উন্নতির স্তরে পৌঁছানো যায় সেই চেষ্টা থাকবে। সরকার অগ্রাধিকার দিচ্ছে গ্রাম-গরিব-কৃষকের উপরে। মন্ত্রী এদিন জানান, গত বছর শুধু পরিকাঠামো উন্নয়নের কাজ হয়েছে ২৬৫ কোটি টাকার। তিনি জানান, নতুনবাজার, সোনামুড়া, রাজনগর সহ বিভিন্ন জায়গায় নতুন নতুন মার্কেট তৈরি করার জন্য ৭৮ কোটি টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই দপ্তর যাতে বেস্ট এওয়ার্ড পায় সেই চেষ্টা করা হচ্ছে। তিনি জানান, দপ্তরে কিছু লোক নিয়োগের প্রক্রিয়া চলছে। নতুন ইঞ্জিনিয়ার নিতে হবে। কৃষকদের কাছ থেকে সহায়ক মুল্যে ধান কেনার ফলে কৃষকরা তাদের খরচ টা পাচ্ছেন বলেও জানান মন্ত্রী। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আরও উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ আগামি দিনে নেওয়া যায়, সেসব বিষয়ে এদিন জর দেওয়া হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য