স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ এপ্রিল : আমতলী থানার অন্তর্গত অশ্বিনী মার্কেট মাধবপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ আটক এক নেশাকারবারি। ধৃত নেশা কারবারির নাম স্বপন ভৌমিক। আমতলি থানার এক পুলিশ অফিসার জানান গোপন সংবাদের ভিত্তিতে এইদিন নেশাকারবারি স্বপন ভৌমিকের বাড়িতে তল্লাসি অভিযান চালানো হয়।
এই তল্লাসি অভিজানে উদ্ধার হয় আনুমানিক এক লক্ষাধিক টাকা মূল্যের ব্রাউন সুগার। একই সাথে উদ্ধার হয় ব্রাউন সুগারের বেশকিছু খালি কৌটা। আটক করা হয়েছে নেশাকারবারি স্বপন ভৌমিককে। তিনি আরও জানান বৃহস্পতিবার ধৃত নেশা কারবারিকে আদালতে সোপর্দ করা হবে। ধৃত স্বপন ভৌমিকের সাথে আর কারা নেশার বাণিজ্যের সাথে যুক্ত তা তদন্ত করে দেখা হবে।