স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ এপ্রিল। মনু বনদপ্তরের কর্মীদের হাতে আটক গাড়ি সহ চোরাই কাঠ। চোরাই কাঠের আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা হবে বলে ধারনা। জানা যায়, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে বনকর্মীরা মনু সুপার মার্কেটের পাশে উৎপেতে বসে থাকে। রাত আনুমানিক দুটার নাগাদ TR 02 J 1940 নম্বরের পিকআপ গাড়ি দেখতে পেয়ে পিছু ধাওয়া করে৷ গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে প্রায় ৩৫ হাজার টাকার মূল্যের চোরাই কাঠ উদ্ধার করা হয়। যদিও গাড়ি চালক পালিয়ে যেতে সক্ষম হয়। বনদস্যুদের দৌলতে মহকুমা জুড়েই চলছে ফরেস্ট ল্যান্ড থেকে দামী গাছ কেটে চোরাই কাঠের রমরমা বানিজ্য।