Friday, March 29, 2024
বাড়িখেলালিভারপুল-চেলসির টানা চার গোলশূন্য ড্র

লিভারপুল-চেলসির টানা চার গোলশূন্য ড্র

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৫ এপ্রিল: স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।সব প্রতিযোগিতা মিলিয়ে দল দুটির মুখোমুখি সবশেষ চার ম্যাচে কোনো গোলের দেখা মিলল না।দলের টানা ব্যর্থতার দায়ে গত রোববার চাকরি হারান চেলসির কোচ গ্রাহাম পটার। অন্তর্বর্তীকালীন কোচ ব্রুনো সাল্তোর প্রথম ম্যাচেও ভাগ্য বদলাল না দলটির।সব প্রতিযোগিতা মিলিয়ে গত তিন ম্যাচেই হারা লিভারপুল জয়ের স্বাদ পেল না এবারও। কোচ ইয়ুর্গেন ক্লপের ওপর চাপ আরও বাড়ল।চতুর্থ মিনিটে প্রথম সুযোগ পায় চেলসি। বক্সে জোয়াও ফেলিক্সের শট আটকে দেন ডিফেন্ডার জোয়েল মাতিপ। পরের মিনিটে মাতেও কোভাচিচের শট গোললাইন থেকে ফেরান আরেক ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে।দ্বাদশ মিনিটে লিভারপুল আরেক দফা রক্ষা পায় আলিসনের দৃঢ়তায়। কাই হাভার্টজের প্রচেষ্টা এগিয়ে এসে রুখে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক।২৫তম মিনিটে রিস জেমস লিভারপুলের জালে বল পাঠালেও গোল মেলেনি। বিল্ড-আপের শুরুতে অফসাইডে ছিলেন এনসো ফের্নান্দেস।প্রথমার্ধের বেশিরভাগ সময় দ্বিতীয় সেরা দল হয়ে থাকা লিভারপুল বিরতির আগের কয়েক মিনিটে চেলসির ওপর চাপ বাড়ায়। গোলের তিনটি সুযোগও পেয়ে যায় তারা।

প্রথমে বক্সে ভালো পজিশনে বল পান দিয়োগো জটা, দারুণ ক্ষিপ্রতায় বিপদমুক্ত করেন মার্ক কুকুরেইয়া। পরের মিনিটে বক্সের বাইরে থেকে জো গোমেসের শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন কেপা আরিসাবালাগা। সেই কর্নারে বক্সের ভেতর থেকে ফাবিনিয়োর শট হেডে দলকে রক্ষা করেন ভেসলে ফোফানা।দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন কোভাচিচ। কোনাতের পাস ধরে বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ানে উড়িয়ে মারেন ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার।তিন মিনিট পর আরেকবার লিভারপুলের জালে বল, কিন্তু গোল মেলেনি এবারও। রিপ্লেতে দেখা যায়, বক্সে ঢুকে হাভার্টজের চিপ আলিসন ঠেকিয়ে দেওয়ার পর ফিরতি বল জার্মান মিডফিল্ডারের হাতে লেগে জালে গিয়েছিল।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে এই নিয়ে ৮৫টি সেভ করলেন আলিসন, লিভারপুল যোগ দেওয়ার পর এক আসরে যা তার সর্বোচ্চ।মাঝে খেলার গতি কমে আসে। ৭৬তম মিনিটে ভালো পজিশনে বল পেয়ে উড়িয়ে মারেন ফেলিক্স। যোগ করা সময়ের শেষ মিনিটে ফের্নান্দেসের শটও ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়।২৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে লিভারপুল। এক ম্যাচ বেশি খেলে ৩৯ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে চেলসি।চেলসির সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ম্যানচেস্টার সিটি।সমান ৫০ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে নিউক্যাসল ইউনাইটেড (২৭ ম্যাচ) তিনে, টটেনহ্যাম হটস্পার চারে (২৯ ম্যাচ) ও ম্যানচেস্টার ইউনাইটেড (২৭ ম্যাচ) পাঁচে আছে।

 

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য