স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ এপ্রিল। ই-রিক্সা চালকের তৎপরতায় দুই গাঁজা কারবারিকে গ্রেপ্তার করল ধর্মনগর থানার পুলিশ। জানা যায় চারজন ভিন রাজ্যের লোক কয়েকটি ব্যাগ নিয়ে আগরতলা থেকে ডেমো ট্রেনে করে ধর্মনগর স্টেশনে যায়।
সেখানে পৌঁছে তারা একটি ই-রিক্সা চালককে বলে চুরাইবাড়ি নিয়ে যাওয়ার জন্য। ই-রিক্সা চালক তাদেরকে বলে তিন হাজার টাকা লাগবে। এতে রাজি হয়ে যায় চার যাত্রী। ই-রিক্সা চালক কিশোর দে রাস্তায় চিন্তা করতে থাকে যেখানে ৩০০ টাকা ভাড়া, সেখানে তিন হাজার টাকায় তারা কেমন করে রাজি হয়ে গেল। রিক্সা চালকের সন্দেহ হয় । রেলগেটের পাশে যাওয়ার পর ই-রিকশাতে অসুবিধার সৃষ্টি হচ্ছে বলে তাদেরকে নামিয়ে তল্লাশি করতেই ব্যাগের ভেতর থেকে গাঁজা বেরিয়ে আসে। ধর্মনগর থানায় খবর দিলে, ধর্মনগর থানা থেকে পুলিশ গিয়ে চারজনের মধ্যে দুজনকে ধরতে সক্ষম হয়। বাকি দুইজন পালিয়ে যায়। যে দুজন ধরা পড়ে তাদের নাম মন্টু রায় এবং ধীরাজ কুমার। তাদের দুজনের বাড়ি বিহারে। অবশ্য ধর্মনগর থানার ওসি শিবু রঞ্জন দে জানিয়েছেন গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ এই দুজনকে আটক করেছে। তারা চারজন ছিল না দুইজনই ছিল। পুলিশ এবং ই রিক্সা চালকের মতামতে পরস্পর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলেও দুই গাঁজা কারবারি ধরা পড়েছে এই ঘটনা সঠিক।