Saturday, March 15, 2025
বাড়িজাতীয়সিকিমে তুষারধস: আরও হতাহত আছে কিনা, খুঁজে দেখছেন উদ্ধারকর্মীরা

সিকিমে তুষারধস: আরও হতাহত আছে কিনা, খুঁজে দেখছেন উদ্ধারকর্মীরা

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৫ এপ্রিল: হিমালয়ের কোল ঘেঁষে থাকা ভারতীয় রাজ্য সিকিমের নাথু লা গিরিপথ এলাকায় ব্যাপক তুষারধসের ঘটনায় আর কোনো হতাহত আছে কিনা, তার খোঁজে ফের অভিযান শুরু করেছেন উদ্ধারকর্মীরা।তুষারের নিচে এখনও কেউ চাপা পড়ে আছে কিনা, উদ্ধারকারী দলগুলোর বুধবারের অভিযানে তাই দেখা হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।মঙ্গলবার সিকিম ও চীনের তিব্বত অঞ্চলের সীমান্তে অবস্থিত নাথু লা গিরিপথের রাস্তায় প্রাণঘাতী ওই তুষারধস ৭ জনের প্রাণ কেড়ে নেয়। উদ্ধারকর্মীরা পরে তুষারের নিচ থেকে ২০ জনকে জীবিত উদ্ধার করেন।অন্ধকার হয়ে আসায় ও খারাপ আবহাওয়ার কারণে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করা হয়েছিল “আজ সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু হয়েছে, কাউকে যেন ফেলে রেখে যেতে না হয়, তা নিশ্চিত করতে চাই আমরা। অভিযান শেষ করার আগে আমরা পুরো এলাকা চষে ফেলতে চাই,” বুধবার ফোনে রয়টার্সকে এমনটাই বলেছেন ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যটির পুলিশ কর্মকর্তা তেনজিং লোডেন লেপচা। 

হিমালয়ের ভারতীয় অংশে গত দুই বছরে তুষারধসে অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছে।২০১৮ সালে শেষ হওয়া যুক্তরাষ্ট্রের প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সের এক গবেষণা ফলাফলে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় অঞ্চলে তুষারধসের ঝুঁকি বেড়েছে।মঙ্গলবারের দুর্যোগের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।প্রতিবছর প্রচুর পর্যটক বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দেখতে পর্বতটির পাদদেশের সিকিমে ছুটে যায়। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তীর্থস্থান মানস সরোবর দিকে যাওয়ার পথে নাথু লা গিরিপথটি পড়ে। ভারত ও চীনের সীমান্তের কাছের এই পার্বত্য গিরিপথটি সমুদ্র সমতল থেকে ৪৩১০ মিটার (১৪১৪০ ফুট) উঁচু। 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য